ইব্রাহীম মুকুটঃ ময়মনসিংহে নান্দাইল উপজেলা বেতাগৈইর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামে জমি সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে বাড়ি-ঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠছে। অভিযোগকারী মোঃ ইব্রাহীম মিয়া জানান ৬/৭ বছর ধরে ইদ্রিস সরকার(৫৫) পিতাঃ
ছবিল সরকার ২। মোঃ তোফাজ মিয়া(৪০)পিতাঃমৃত কাউসার মুন্সি ৩। মোঃ মামুন মিয়া(১৯)পিতাঃ মোঃ তোফাজ মিয়া ৪। হারুন মিয়া (৩৫) পিতাঃমোঃ শামছুদ্দিন ৫। একুব আলী মুন্সি (৪০) পিতাঃমৃত মোন্তাজ আলী মুন্সি সর্বসাং-চরশ্রীরামপুর মাইজপাড়া থানা
নান্দাইল জেলা ময়মনসিংহ। উপরোক্ত বিবাদীগণ আমার সহোদর চাচা, চাচাত ভাইও নিকটতম প্রতিবেশী। আমার বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে।তারই ধারাবাহিকতায় ৩ সেপ্টম্বর রাতে দলবদ্দ হয়ে দেশী অস্ত্র সস্ত্র নিয়ে আমার বাড়ি-ঘরে
হামলা, ভাংচুর ও লুটপাট করে নগদ অর্থ সহ প্রায় ২লক্ষ টাকার ব্যাপক ক্ষতিসাধন করেছে। আমি বাড়িতে না থাকায় বাড়ির পাশের লোকজন ছুটে এসে বাধা দেয় । যাহারা বাধা দিয়ে ছিল এবং মামলা করার জন্য সাক্ষী হিসেবে উল্লেখ করি তাদের ও বাড়িতে
থেকে চলে যাওয়ার হুমকি দেয়। আমাকে মেরে লাশ গুম করে ফেলবে ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। এ ব্যাপারে নান্দাইল থানায় অভিযোগ দায়ের করি। এ মামলার তদন্তকারী
নান্দাইল থানার এসআই নুরুল হুদা সত্যতা স্বীকার করেন এবং তিনি বলেন অভিযোগ পেয়েছি আমি গিয়েছিলাম। তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।
সর্বশেষ আপডেটঃ ১১:৫০ পূর্বাহ্ণ | অক্টোবর ১৩, ২০১৮