কাউছার পারভেজ শাকিল ঃ
আজ বিশ্ব সঙ্গীত দিবস। সঙ্গীত হোক বিশ্বজয়ের মন্ত্র এই শ্লোগান কে সামনে রেখে ময়মনসিংহ বিভাগের সঙ্গীত সংগঠন গুলি সকালে র্যালী ও বিকালে শহরের বিভিন্ন এলাকায় সঙ্গীতানুষ্ঠানের
আয়োজন করে। এই দারাবাহিকতায় এবি মিউজিক বিকালে পার্কে বৈশাখি মঞ্চে সঙ্গীত পরিবেশন করে। জেলা শিল্পকলা বিকাল ৫ টা থেকে সঙ্গীত পরিবেশন শুরু করে চলে রাত ১০ টা পর্যন্ত
সংগীত পরিবেশন করেন চয়নসেন, আমিনুল ইসলাম সাগর, নুসরাত ইমাম বুলটি, মিতু, সাঈদ সিংগার, বাউল মিজান, রাজু বাউলা , মাটির বাউল রায়হান সহ অনেকেই বাদ্যযন্ত্রে ছিলেন কিবোর্ড অনিরুদ্ধ রশিদ শুভ, গীটার এলিন, প্যাড পলাশ, শান্ত তবলায় প্রবিরদে,নন্দন,ঢোল
রাজকুমার, সুজন, দোতারা, ছাইদুল।
সর্বশেষ আপডেটঃ ৫:৩৮ অপরাহ্ণ | জুন ২১, ২০১৯