ময়মনসিংহ প্রতিনিধি ঃ সারা দেশে জঙ্গী, সন্ত্রাস, মাদক নির্মূল হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন মাদক নিয়ন্ত্রণ হলেও এখনও কিছু রয়েছে। যা চিরতরে নির্মূলে কাজ করছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ পুলিশ লাইন্স মাঠে
বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী ও নিরাপদ সড়ক আন্দোলন বিতর্ক প্রতিযোগিতা-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরো বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ এগিয়ে
যাচ্ছে নানা দিক দিয়ে। প্রযুক্তির ব্যবহার হচ্ছে গ্রামে গঞ্জে। ভবিষ্যতে এর আরো বিস্তৃতি লাভ করবে। পুলিশের প্রশংসা করে মন্ত্রী বলেন, সাধারন মানুষ এক সময় পুলিশকে ভিন্ন চোখে দেখলেও পুলিশ তাদের সেবা দিয়ে সাধারন মানুষের
মধ্যে ভুল ভ্রান্তি দূর করতে সচেষ্ট হয়েছেন। অনলাইনে সাধারন মানুষ পুলিশিং সুবিধা পাবে বলেও জানান মন্ত্রী। এর আগে মন্ত্রী ফিতা কেটে পুলিশ লাইন্স মাঠে চেতনায় অম্লান ভাস্কর্য, কোতোয়ালী মডেল থানা ও ভালুকা মডেল থানা
অনলাইন জিডির পরীক্ষামূলক উদ্বোধন ও জেলা পুলিশের মোবাইল এপ্লিকেশনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, ময়মনসিংহ-৯ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন, ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য কাজীম উদ্দিন আহম্মেদ ধনু, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনিরা খাতুন। শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল,
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম খোকা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ.এইচ.এম. মোস্তাফিজুর রহমান, যাদুশিল্পী জুয়েল আইচ, ময়মনসিংহ রেঞ্জ ডিইজি নিবাস চন্দ্র মাঝি, ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমান,
আওয়ামীলীগের মহানগর সভাপতি এহতেশামুল আলম, নাগরিক আন্দোলনের সভাপতি মোঃ আনিসুর রহমান খানসহ প্রশাসনিক কর্মকর্তা ও জেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সহযোগি নেতৃবৃন্দ। সমাবেশকে সফল করতে বিভিন্ন উপজেলা থেকে সকাল থেকেই মিছিল আসতে শুরু করে
পুলিশ লাইন্স মাঠে। সংস্কৃতির মাধ্যমে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সর্বশেষ আপডেটঃ ১১:৫০ পূর্বাহ্ণ | নভেম্বর ১৪, ২০১৯