Breaking News
Home / জাতীয় / ময়মনসিংহে নানা আয়োজনে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন

ময়মনসিংহে নানা আয়োজনে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন

স্টাফ রির্পোটার ঃ নানা আয়োজনে ময়মনসিংহের সর্বত্র আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষির্কী উদযাপিত হয়েছে। করোনা ভাইরাসের

কারণে সংক্ষিপ্ত আকারে প্রতিষ্ঠানভিত্তিক নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। জেলা প্রশাসন গৃহিত কর্মসূচীর আলোকে নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গণে সূর্যোদয়ের সাথে সাথে ১০০বার তোপধ্বনির মাধ্যমে জাতীয় শিশু দিবসের সূচনা করা হয়। অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ১০০টি বেলুন উড়ানো, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা ও

সাংস্কৃতিক অনুষ্ঠান, মিলাদ ও দোয়া মাহফিল, মসজিদ,মন্দির ও গীজায় বিশেষ প্রার্থনা। প্রত্যুষে জেলা প্রশাসন প্রথমে সার্কিট হাউজ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করে

শ্রদ্ধানিবেদন করেন। এ সময়ে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ ও এইচএম লোকমান হোসেন, রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, সিটি কর্পোরেশন মেয়র মোঃ ইকরামুল হক টিটু,অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভুইয়া,জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার আহমার

উজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান,জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট জহিরুল হক খোকাসহ বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তা,রাজনৈতিক,

সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। পরে বিভিন্ন সরকারী,বেসরকারী, প্রতিষ্ঠান ও সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল শিক্ষা বোর্ডের বিভিন্ন

পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে সার্কিট হাউজের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সর্বশেষ আপডেটঃ ১১:৫৯ পূর্বাহ্ণ | মার্চ ১৭, ২০২০

Check Also

ময়মনসিংহে ত্রিশাল বালিপাড়া ইউনিয়নে জোড় করে বিয়ের অভিযোগ

সাইফুল ইসলামঃ ময়মনসিংহে ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের কাজি গ্রামের আব্দুল কুদ্দসের ছেলে ওয়াজকুরুনী র বিরুদ্ধে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *