ময়মনসিংহ প্রতিনিধি ঃ বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কে বাংলাদেশ আওয়ামলীগ এর সহযোগি সংগঠন হিসাবে স্বীকৃতি প্রদান করার ১ বছর পূর্ণ হওয়ায় ময়মনসিংহ মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগ এর উদ্যোগে আনন্দ মিছিল ও র্যালী করেছে। ২৯ নভেম্বর রবিবার বিকাল ৪টায় নগরীর টাউন হল প্রাঙ্গন এ্যাভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম থেকে শুরু করে মিছিলটি নগরীর গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে রেলওয়ে কৃষ্ণচুড়া চত্তরে গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রিয় কমিটির সহ-সম্পাদক মোঃ মোকলেছুর রহমান,ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক আরজু শেখ,মহানগর যুগ্ন আহবায়ক মনির হোসেন,নাদিরা সুলতানা হ্যাপী,আব্দুল হালিম, ফরিদ রাহাদ,মোঃ রাজিবসহ ৩৩ ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ।
। বক্তরা বলেন, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ “ঐক্য কর্ম প্রগতি” এ প্রতিপাদ্য বিষয় সামনে রেখে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ এর পথ চলা। সরকারের প্রতিটি কর্মসূচী বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ময়মনসিংহ জেলা ও মহানগরের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ তা পালন করবে। আগামীতে সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুর উত্তরসুরী জননেত্রী শেখ হাসিনা যে কোন সিন্ধান্ত দিবেন আমরা তা অক্ষরে অক্ষরে পালন করবো। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ভুমিকা রাখার জন্য নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহবান জানানো হয়।
সর্বশেষ আপডেটঃ ১২:০৫ অপরাহ্ণ | নভেম্বর ২৯, ২০২০