স্টাফ রিপোর্টারঃ ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ট্রেডক্রাফট এক্সচেঞ্জ ও আরডিএস এর বাস্তবায়নাধীন ক্ষমতায়ন প্রকল্পের উদ্যোগে আধুনিক চাসাবাদ পদ্ধিতিতে আমন ধানের বীজ উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার ময়মনসিংহ সদর উপজেলার বয়ড়া পূর্বপাড়া গ্রামে অনুষ্ঠিত মাঠ দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা কৃষিপণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ জসিম উদ্দিন।

এ সময়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর ময়মনসিংহ আঞ্চলিক অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল মাজেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ তাহমিনা ইয়াসমিন।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা কৃষিপণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ হাবিবুর রহমান হবি, জেলা সমন্বয়ক মোঃ আব্দুল হাই, চাষী মোঃ আইয়ুব খান এবং স্থানীয় এলাকার কৃষকবৃন্দ।
সর্বশেষ আপডেটঃ ৮:১০ পূর্বাহ্ণ | ডিসেম্বর ২৪, ২০২০