স্টাফ রিপোর্টার;
ময়মনসিংহের তারাকান্দায় বাস এবং সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশার ৭ যাত্রী নিহত হয়েছে। আজ রবিবার দুপুর ১ টার দিকে ময়মনসিংহ-নেত্রকোণা সড়কে উপজেলার গাছতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানিয়েছেন, নেত্রকোণাগামী একটি সিএনজি অটোরিকশা ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের গাছতলা এলাকায় পৌছলে বিপরীত দিক থেক আসা বাসের সাথে সিএনজি অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়। এসময় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যান বলেও জানান তিনি। স্থানীয় ও স্বজনরা জানান
নিহতরা হচ্ছে তিন দিনের শিশু, তার মা মাসুমা ,স্বামী মাওলানা ফারুক, ফারুকের ভাই নিজাম উদ্দিন এবং ফারুকের ভাবি জোসনা চালক রাকিবুল। চালকের বাড়ি ময়মনসিংহ সদরের লক্ষ্মীপুর গ্রামে, বাকিদের বাড়ি নেত্রকোনার পূর্বধলা থানায়।
সর্বশেষ আপডেটঃ ৪:০২ অপরাহ্ণ | জানুয়ারি ০৩, ২০২১