স্টাফ রিপোর্টার ঃ “সেবা,শান্তি ও প্রগতি” প্রতিপাদ্য বিষয় সামনে রেখে ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগ যুগ্ন আহবায়ক শেখ শাহ আলম মাসুমের উদ্যোগে নগরীর অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। ৫ জানুয়ারি মঙ্গলবার সকালে নগরীর ১৭ নং ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী

স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এ সময়ে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামলীগের নেতা রেজাউল হাসান বাবু, স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি এ্যাডভোকেট নুরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট,মহানগর আহবায়ক মোফাখ্খার হোসেন খোকন প্রমূখ। এ ছাড়া আওয়ামীলীগের সহযোগি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,স্থানীয় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময়ে প্রধান অতিথি‘র বক্তব্যে আফজালুর রহমান বাবু বলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের মানুষের পাশে থেকে তাদের সকল ধরনের সহযোগিতা করে যাচ্ছে। বিত্তবানের প্রতি তিনি আহবান করেছেন অসহায় মানুষের পাশে থাকার জন্য। আপনারা সকলেই মিলে দেশের কল্যানে ভুমিকা রাখুন। বিভিন্ন ওয়ার্ডের অসহায় মানুষের শীতবস্ত্র বিতরণকালে তিনি এ সকল মন্তব্য করেন। শেখ মাসুমের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করে বলেন মাসুম সবসময়ে অসহায় মানুষের দুঃখ দুর করার জন্য চেষ্টা করে যাচ্ছে।
সর্বশেষ আপডেটঃ ২:৩৮ অপরাহ্ণ | জানুয়ারি ০৫, ২০২১